মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

১ হাজার অন্ধকে পৃথিবীর আলো দেখালেন

১ হাজার অন্ধকে পৃথিবীর আলো দেখালেন

মিস্টার বিস্ট

তাকে বলা হয় ইউটিউব সুপারস্টার। নাম জিমি ডনাল্ডসন। তবে সবাই মজা করে ডাকেন মিস্টার বিস্ট। তবে এর মধ্যেই তিনি একটি মহৎ কাজ করেছেন। ১ হাজার অন্ধ মানুষের চোখের চিকিৎসার ব্যয় বহন করেছেন। এ মানুষেরা অর্থের অভাবে সার্জারি করতে পারছিলেন না। তিনি বলেন, আমরা ১ হাজার মানুষের অন্ধত্বের সমাধান করেছি। গত শনিবার এক ভিডিওতে তিনি তার এই কাজের কথা তুলে ধরেন। একদিনেই ৩ কোটির বেশি মানুষ ওই ভিডিও দেখেছেন। এ খবর দিয়েছে সিএনএন। খবরে বলা হয়, শুধু চিকিৎসার খরচই নয়, তিনি তাদের অর্থ সহায়তাও করেছেন। ফ্লোরিডায় ওই অন্ধ রোগীদের সার্জারি করেন জেফ লেভেনসন। তিনি বলেন, বিশ্বে যত মানুষ অন্ধ তাদের অর্ধেককে মাত্র ১০ মিনিটের সার্জারিতে সুস্থ করা সম্ভব। বিশ্বে ২০ কোটি মানুষ ছানির কারণে অন্ধ কিংবা অন্ধের কাছাকাছি অবস্থায় আছে।

সর্বশেষ খবর