বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নাগরিকত্ব ইস্যুতে বিজেপিকে কটাক্ষ মমতার

কলকাতা প্রতিনিধি

নাগরিকত্ব ইস্যুতে বিজেপিকে কটাক্ষ মমতার

পশ্চিমবঙ্গে ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ (সিএএ বা ক্যা) চালু করতে দেবেন না বলে আগেই স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার অভিমত ছিল, নির্বাচন এলেই বিজেপি নামক দলটি এই ইস্যুতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এবার এই ইস্যুতে ফের একবার ভারতের বিজেপিশাসিত কেন্দ্র সরকারকে নিশানা করলেন মমতা। তার কটাক্ষ, ‘নির্বাচন এলেই মতুয়াদের নিয়ে ক্যা ক্যা করে চিৎকার শুরু করে দেয়। ওদের বলুন, ক্যা ক্যা করার জন্য কাক আছে, তারা কান্ডকা করে। তুমি (বিজেপি) কেন ক্যা ক্যা করছ?’ তার অভিযোগ, ‘জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) নামে সবাইকে কারাগারে বন্দি করা হচ্ছে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে।’ গতকাল মালদা জেলায় একটি সরকারি অনুষ্ঠান থেকে কেন্দ্রের সমালোচনা করে এসব বলেন মমতা।

সর্বশেষ খবর