শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
চীনকে মোকাবিলা

সলোমন দ্বীপপুঞ্জে দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র

চীনের সঙ্গে সলোমন দ্বীপপুঞ্জ সরকারের ঘনিষ্ঠতা বাড়ছে। গত বছর দুই দেশ একটি নিরাপত্তা চুক্তি সই করেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনের বাড়তে থাকা প্রভাব মোকাবিলায় প্রায় তিন দশক পর সলোমন দ্বীপপুঞ্জে পুনরায় দূতাবাস চালু করেছে। ১৯৯৩ সালে সলোমন দ্বীপপুঞ্জে দূতাবাস বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে চীনকে নিয়ে উদ্বেগের মধ্যে গত বছর ফেব্রুয়ারিতে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা দেয় দেশটি। ওই সময় নতুন করে দূতাবাস চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের এক কর্মকর্তা বিবিসিকে বলেছিলেন, ‘চীন ওই অঞ্চলে রাজনৈতিকভাবে আক্রমণাত্মক হয়ে উঠছে। যা নিয়ে সলোমন দ্বীপপুঞ্জের ব্যবসায়ী নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।’ প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র সলোমন আইল্যান্ডস কয়েকটি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত এবং পাপুয়া নিউগিনির দক্ষিণ-পূর্বে অবস্থিত। ২০১৯ সালে দেশটি তাইওয়ানকে ছেড়ে চীনের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। আর গত বছর এপ্রিলে দেশটি চীনের সঙ্গে যে নিরাপত্তা চুক্তি সই করেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

 

 

সর্বশেষ খবর