সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঠান্ডায় কাবু যুক্তরাষ্ট্র

ভয়াবহ ঠান্ডা ও শক্তিশালী বাতাসে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের জনজীবন থমকে পড়েছে। এতে ম্যাসাচুসেটেসে এক শিশুর মৃত্যু হয়েছে। নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট ওয়াশিংটনে রাতে কনকনে হাওয়া রেকর্ড মাইনাস ৭৮ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয়েছে, যুক্তরাষ্ট্রে এর আগে আর কোথাও এত মারাত্মক ঠান্ডা অনুভূত হয়নি বলে মনে করা হচ্ছে। তীব্র ঠান্ডায় শুক্রবার সরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা বোস্টনের তাপমাত্রা শনিবার মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামে, যা শত বছরেরও পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ (এনএসডব্লিউ)। রোড আইল্যান্ডের প্রভিডেন্সে পারদও মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামে, এর আগে শহরটির সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৯ ডিগ্রি, তাও ১৯১৮ সালে। কানাডার পূর্বাঞ্চল থেকে ধেয়ে আসা আর্কটিকের বাতাস নিউইয়র্কের আলবেনি, মাইনের অগাস্টা, নিউইয়র্কের রচেস্টার, ম্যাসাচুসেটসের ওরচেস্টারসহ অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে বলে জানিয়েছে এনএসডব্লিউ।

সর্বশেষ খবর