শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চ্যাটজিপিটির সঙ্গে পারছে না গুগল

১০০ বিলিয়ন ডলার লোকসান

ডেভেলপার ওপেন এআই (ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-এর জনপ্রিয় চ্যাটবট হিসেবে পরিচিত চ্যাটজিপিটি চালুর পর প্রযুক্তি জায়ান্ট গুগলের মালিক অ্যালফাবেট ইনকরপোরেশন চালু করেছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চ্যাটবট। এর নাম দেওয়া হয়েছে বার্ড। কিন্তু চ্যাটজিপিটি যতটা নিখুঁত তথ্য দেয়, সে তুলনায় মারাত্মক ‘ইনঅ্যাকুরেট’ বা ভুল তথ্য দেয় বার্ড। এ জন্য তিন মাসের মধ্যে ১০ হাজার কোটি ডলার লোকসান খেয়েছে অ্যালফাবেট ইনকরপোরেশন। এর ফলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে যে, ভবিষ্যৎ ইন্টারনেট সার্চের দৌড়ে পিছিয়ে পড়ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। সম্প্রতি ওপেনএআই তাদের চ্যাটজিপিটি চালু করে। সঙ্গে সঙ্গে তা প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করে। কারণ তার কাছে কোনো বিষয়ে জানতে চাইলেই তার একটি রিপোর্ট আকারে তথ্য উপস্থাপন করে। ফলে প্রযুক্তি দুনিয়া মনে করছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জনপ্রিয় সার্স ইঞ্জিন হিসেবে খ্যাতি পাবে চ্যাটজিপিটি। এ জন্য প্রচণ্ড চাপে পড়ে গেল গুগল।

 

সর্বশেষ খবর