শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এবার ভূমিকম্প ইন্দোনেশিয়ায় চারজনের প্রাণহানি

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের রেশ না কাটতেই এবার ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। মাঝারি মাত্রার এ ভূমিকম্পে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের প্রদেশ পাপুয়ায় আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।

ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, স্থানীয় সময় গতকাল দুপুর ১টা ২৮ মিনিটে দেশটির পাপুয়া উপকূলে আঘাত হেনেছে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। এতে একটি ক্যাফে ধসে পড়লে চারজন প্রাণ হারান। ক্যাফেটি ধসে সাগরের পানিতে পড়েছিল। তথাকথিত ‘প্যাসিফিক রিং অব ফায়ার’র ওপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া খুবই ভূমিকম্পন প্রবণ। ১০ জানুয়ারি দেশটির তানিম্বার দ্বীপে আঘাত হেনেছিল ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প।

গত বছরের ২১ নভেম্বর ইন্দোনেশিয়ার সিয়ানজুরে আঘাত হানে ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পন। ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানায় এতে প্রাণ হারান অন্তত ২৭১ জন। আহত হন ২ হাজারেরও বেশি মানুষ। এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ওই এলাকায় ১ হাজারের বেশিবার ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানায় বিএমকেজি।

সর্বশেষ খবর