সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইমরান প্রধানমন্ত্রী থাকলে পাকিস্তান থাকত না : বাজওয়া

ইমরান প্রধানমন্ত্রী থাকলে পাকিস্তান থাকত না : বাজওয়া

ইমরান খানের তেহরিক-ই-  পাকিস্তান (পিটিআই) দলের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলে- এতদিনে পাকিস্তান নামে কোনো রাষ্ট্র থাকত না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। বাজওয়ার মতে, ইমরান দেশকে ধ্বংসের দিকেই নিয়ে যেতেন। পাকিস্তান টুডে তার এক সাক্ষাৎকারের সূত্রে এসব কথা বলেন।

উল্লেখ্য, বর্তমান ক্ষমতাসীন দল সেনাবাহিনী এবং বিশেষত জেনারেল বাজওয়ার সমর্থনে ক্ষমতায় এসেছে এমন অভিযোগ রয়েছে পিটিআইয়ের পক্ষে। জাভেদ চৌধুরী সাবেক এ জেনারেলের কাছে জানতে চান, ক্ষমতা থেকে অপসারণের পর তিনি ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইমরান খানের পদত্যাগ ঠেকিয়েছেন কি না। উত্তরে বাজওয়া ‘হ্যাঁ’ বলেন। চৌধুরী লিখেছেন, বাজওয়া ইমরানকে বলেন, ‘আপনি এক ম্যাচ হেরেছেন, এখনো পুরো সিরিজ বাকি, আপনি সেখানে প্রতিযোগিতা করতে পারেন’। 

সর্বশেষ খবর