বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

মৃত্যু ছাড়ল ৩৮ হাজার উদ্ধারকাজ শেষ পর্যায়ে

লাশের মিছিল থামছেই না। তুরস্ক ও সিরিয়ার মারাত্মক ভূমিকম্পে চাপাপড়া মানুষের বেঁচে থাকার আশা ম্লান হচ্ছে। স্নিফার ডগ এবং থার্মাল ক্যামেরা ব্যবহার করে উদ্ধারকারীরা এখনো খোঁজাখুঁজি করে চলছেন। কিন্তু সোমবার থেকে উদ্ধারকাজ বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সিরিয়ায় এখন পর্যন্ত ৫ হাজার ৮ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। তুরস্কে এরই মধ্যে মৃতের সংখ্যা ৩১ হাজার ৯৯৭ ছাড়িয়েছে। দেশটির ইতিহাসের সবচেয়ে খারাপ ভূমিকম্পের এক সপ্তাহ পর সোমবার তুরস্কে উদ্ধারকারীরা ধসেপড়া ভবন থেকে কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গত এক সপ্তাহে ধ্বংসস্তূপ থেকে প্রায় ৮ হাজার মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে সিরিয়ার আলেপ্পো শহর এখন লণ্ডভণ্ড। সেখানে জাতিসংঘের সাহায্য সংস্থাপ্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, উদ্ধারের পর্যায় শেষ দিকে। এলাকার তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে এবং যা উদ্ধার অভিযানকে কঠিন করে তুলেছে। তুর্কি এন্টারপ্রাইজ অ্যান্ড বিজনেস কনফেডারেশন নামে একটি বেসরকারি ব্যবসায়িক সংস্থা জানিয়েছে, মারাত্মক ভূমিকম্পে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৮৪ বিলিয়ন ডলার। তুরস্কের নগরায়ণমন্ত্রী মুরাত কুরুমের মতে, প্রায় ৪২ হাজার বাড়ি ভেঙেছে। পানি, খাবার ও ওষুধের অভাব দেখা দিয়েছে। তুরস্কে ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং সাহায্য সংস্থাগুলো বলছে, সিরিয়ায় এ সংখ্যা আরও বেশি হতে পারে। দুই দেশেরই উদ্ধারকারী দলগুলো এখন বিস্তীর্ণ এলাকায় উদ্ধারকাজ গুটিয়ে আনছে। কারণ জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। জাতিসংঘ বলছে, গত সপ্তাহের মারাত্মক ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর দেশটিতে ত্রাণসহায়তা পৌঁছাতে আরও দুটি সীমান্ত খুলতে রাজি হয়েছে সিরিয়ার সরকার।

 

সর্বশেষ খবর