রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মার্কিন ধনকুবের লির আত্মহত্যা

মার্কিন ধনকুবের লির আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রখ্যাত ব্যবসায়ী থমাস লি আত্মহত্যা করেছেন। ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় বেলা ১১টার দিকে ম্যানহাটনের অফিস থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ৭৮ বছর বয়সী থমাস লির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ জানায়, থমাস লি নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। তার মরদেহ অফিসের টয়লেট ফ্লোরে পড়েছিল। লি’র মাথায় গুলির স্পষ্ট ক্ষত পাওয়া গেছে। তার অফিসের কর্মীরা জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও অফিসে এসেছিলেন লি। কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি। সে সময় পর্যন্ত তার ব্যবহার বা কথাবার্তায় কোনো অস্বাভাবিকতা দেখেননি কেউ। তবে বেলা ১১টার দিকে লি তার চেম্বারে ঢুকে দরজা বন্ধ করে দেন। আচমকাই কর্মীরা পরপর কয়েকটি গুলির আওয়াজ শুনতে পান। প্রথমে সবাই মনে করেছিল, অফিসে কোনো জঙ্গি বা দুর্বৃত্ত ঢুকে গুলি চালাতে শুরু করেছে। এ ভয়ে কর্মীরা রীতিমতো অফিস ছেড়ে পালাতে শুরু করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। একপর্যায়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।

 

সর্বশেষ খবর