রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির দাবি ইরানের

নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির দাবি ইরানের

ইরান একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন করেছে, যার পাল্লা ১ হাজার ৬৫০ কিলোমিটর (১০২৫ মাইল) দীর্ঘ। শুক্রবার ইরানের রেভল্যুশনারি গার্ডের এয়ারোস্পেস বাহিনীর কমান্ডার আমিরালি হাজিজাদেহ একথা জানিয়েছেন। ‘আমাদের ১৬৫০ কিলোমিটার দূর পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র বহরে যুক্ত করা হয়েছে,’ রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেছেন হাজিজাদেহ। টেলিভিশনটিতে পাভেহ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ফুটেজ দেখানো হয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্রের এটিই প্রথম ফুটেজ বলে জানিয়েছে তারা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করার পর তাদের এ পদক্ষেপে পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়বে বলে ধারণা পর্যবেক্ষকদের। পৃথক আরেক অনুষ্ঠানে হাজিজাদেহ ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যা করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা (সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড) ট্রাম্পকে হত্যা করতে চাই।’ সোলেইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে ইরান প্রায়ই হুমকি দেয়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সর্বশেষ খবর