রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বেড়েই চলছে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের মাত্রা

বেড়েই চলছে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের মাত্রা

সম্প্রতি পশ্চিম তীরের প্রাচীন শহর নাবলুসে এক অভিযান শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, তাদের লক্ষ্য ছিল একটি ভবনে লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এমন তিনজনকে তারা অভিযান চালিয়ে হত্যা করেছে বলেও জানায়। কিন্তু ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ বলছে, এ অভিযানে অন্তত ১১ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে নাবলুসের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি। এর আগে গত মাসে পার্শ্ববর্তী জেনিন শহরে অনেকটা একইভাবে অভিযানে ১০ ফিলিস্তিনি মারা যান। সেটি ছিল ২০০৫ সালের পর পশ্চিম তীরে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা। তবে এবারের অভিযান সেটিকেও ছাড়িয়ে গেল। নাবলুসে যখন ইসরায়েলি সেনারা প্রবেশ করে সে সময় ব্যাপক বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। পরবর্তীতে ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পাথর ছোড়া হয় তাদের যান লক্ষ্য করে। পুরো অভিযানটি ৪ ঘণ্টা ধরে চলে এবং সকালের মাঝামাঝি এমন একটা সময় এটা করা হয় যখন এই প্রাচীন শহরের সংকীর্ণ রাস্তাগুলোতে মানুষ তাদের পরিবার নিয়ে কেনাকাটা করছিলেন। বিবিসি

সর্বশেষ খবর