মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আদানি ইস্যুতে মাঠে নামছে কংগ্রেস

আদানি বিতর্কে এবার দেশজুড়ে পথে নামছে ভারতের বিরোধী দল কংগ্রেস। এ নিয়ে বিভিন্ন কর্মসূচিও প্রকাশ করেছে রাহুল গান্ধীর দল। ১৩ মার্চ সারা দেশে ‘রাজভবন চলো’ অভিযান করবে কংগ্রেস। দলীয় সূত্রে খবর, ৬ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত দেশের সব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেস। এমনকি লাইফ ইনস্যুরেন্স অফিসগুলোর সামনেও বিক্ষোভ দেখানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা।

ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে দলের ৮৫তম পূর্ণাঙ্গ অধিবেশনের শেষ দিন রবিবার রাতে ওই কর্মসূচির কথা জানানো হয়। দলের সাংগঠনিক বিষয়ক সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল ওই কর্মসূচির কথা জানিয়ে বলেন, রাজ্যে রাজ্যে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাবেক সভাপতি রাহুল গান্ধীসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। এ কর্মসূচির নামও দেওয়া হয়েছে ‘পর্দাফাঁস’ সমাবেশ। এপ্রিল মাসে এ ‘পর্দাফাঁস’ সমাবেশ হবে সব রাজ্যের রাজধানীতে। কংগ্রেস নেতারা দাবি করেছেন, ‘আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করতে এসবিআই ও এলআইসির মতো পাবলিক সেক্টরগুলোকে বাধ্য করা হয়েছে। ‘প্রিয় বন্ধু’কে সাহায্য করতেই সাধারণ মানুষের টাকার ব্যবহার করা হচ্ছে।

 

সর্বশেষ খবর