শিরোনাম
শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ভারতে স্নাতকোত্তরে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে স্বর্ণপদক পেলেন আফগান ছাত্রী

ভারতে স্নাতকোত্তরে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে স্বর্ণপদক পেলেন আফগান ছাত্রী

পড়ালেখায় অসামান্য কৃতিত্বের জন্য পুরস্কার গ্রহণে মঞ্চে ওঠেন রাজিয়া মুরাদি। পুরস্কার গ্রহণের সময় আনন্দের পাশাপাশি দুঃখও অনুভব করেছিলেন তিনি। ২৭ বছর বয়সী আফগান ছাত্রী মুরাদি দুই বছর ধরে ভারতে পড়াশোনা করছেন। তিনি সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন।

ভারতের বীর নর্মদ দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের (ভিএনএসজিইউ) লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য স্বর্ণপদক পেয়েছেন মুরাদি। গত সোমবার মুরাদির হাতে স্বর্ণপদক তুলে দেন গুজরাটের গভর্নর আচার্য দেবব্রত। তবে এই অনুষ্ঠানে মুরাদির পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।

 

সর্বশেষ খবর