বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

করোনার বিদায়ের সময় জানাল ডব্লিউএইচও

করোনার বিদায়ের সময় জানাল ডব্লিউএইচও

তেদ্রোস গেব্রিয়াসুস

এখনো বিশ্বজুড়ে করোনায় অব্যাহত আছে দৈনিক সংক্রমণ- মৃত্যু। তবে ২০২০ ও ২০২১ সালের তুলনায় চলতি বছর অনেকটাই কমে এসেছে এ ভয় জাগানিয়া রোগের প্রকোপ। এ অবস্থায় সুসংবাদ জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসচিব তেদ্রোস আদানম গেব্রিয়াসুস। তিনি গবেষণার ভিত্তিতে জানান, সামনের দিনগুলোতে এ হার আরও নিম্নগামী হবে এবং চলতি বছরের শেষ দিকে করোনার ‘মহামারি মর্যাদার’ বিলোপ ঘটবে। মঙ্গলবার একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন গেব্রিয়াসুস।

 

সর্বশেষ খবর