বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ভারতে জি২০ সামিটে থাকছেন পুতিন!

ভারতে জি২০ সামিটে থাকছেন পুতিন!

ভারতে সেপ্টেম্বরে শুরু হবে বিশ্বের উন্নত দেশগুলোর সংগঠন জি২০ শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং উপস্থিত থাকবেন। তবে আলোচনা শুরু হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে। ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হতে চলা জি২০ সম্মেলনে উপস্থিত থাকার বিষয়টি নাকচ করেনি ক্রেমলিন। দুই বছর জি২০ সম্মেলনে দেখা যায়নি পুতিনকে। তবে এবার ভারতে আয়োজিত জি২০ সম্মেলনে তাকে দেখা যেতে পারে। বিষয়টি নিয়ে সাংবাদিকরা ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে জিজ্ঞাসা করেন। জবাবে তিনি জানান, বিষয়টি অস্বীকার করা যাচ্ছে না। রাশিয়া জি২০ ফ্রেমওয়ার্কে অংশগ্রহণ সম্পূর্ণভাবে অব্যাহত রেখেছে। সামনেও রাশিয়ার একই অভিপ্রায় রয়েছে। তবে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। রাশিয়ার ভ্লাদিভোস্টকে প্রতি বছর আয়োজিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের সময় এগিয়ে দেওয়া হয়েছে। এর থেকেই মনে করা হচ্ছে যে জি২০-তে অংশ নিতে পারেন পুতিন। ব্রিটেনের সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্টের একটি রিপোর্ট অনুযায়ী, পুতিনের উপদেষ্টা এবং EEF আয়োজক কমিটির নির্বাহী সচিব আন্তন কোব্যাকভ EEF-এর তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি জারি করেছেন।

 

সর্বশেষ খবর