মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

থাইল্যান্ডে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে মে মাসে নির্বাচন

থাইল্যান্ডে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে মে মাসে নির্বাচন

প্রায়ুথ চ্যান

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ও-চা গতকাল পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। মে মাসে ভোট হবে দেশটিতে। ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন সাবেক সেনাপ্রধান প্রায়ুথ চ্যান। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায়ুথ চ্যান। তবে তাকে প্রবলভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পায়তংতার্ন। তিনি এক দশকের বেশি নির্বাসনে আছেন। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ৩৬ বছর বয়সী এই রাজনীতিক। সেনা অভ্যুত্থানে আট বছর আগে তার বাবার নেতৃত্বাধীন ফেউ থাই পার্টির সরকারের পতন হয়। সেই দলটিকে আবার ক্ষমতায় আনাই তার লক্ষ্য।

 

সর্বশেষ খবর