বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা
মার্কিন প্রতিবেদনে দাবি

সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন ভারতে

একটি মার্কিন প্রতিবেদনে ২০২২ সালে ভারতে উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে নির্বিচারে হত্যা, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের প্রতি হিংসা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন বা নিষ্ঠুরতা, অমানবিক বা পুলিশ ও কারা কর্মকর্তাদের দ্বারা অবমাননাকর আচরণ বা শাস্তির মতো মানবাধিকার লঙ্ঘন এবং জেলার দুর্বিষহ ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। তবে ভারত এ প্রতিবেদন প্রত্যাখ্যান করছে।

সর্বশেষ খবর