রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

তহবিল সংকটে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনিশ্চিত

চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যাওয়া, রুপি দুর্বল হয়ে যাওয়া এবং সামষ্টিক অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে পাকিস্তান অর্থনৈতিক দুর্দশার মধ্যে পড়েছে। অর্থনৈতিক দুরবস্থায় চলতি বছরের ৮ অক্টোবর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

শুক্রবার রাজধানী ইসলামাবাদে দেশটির কেন্দ্রীয় তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘চলতি বছর নির্বাচন হবে কি না-তা পুরোপুরি অনিশ্চিত, কারণ নির্বাচনের আয়োজন করার মতো তহবিল এই মুহূর্তে সরকারের হাতে নেই।

সর্বশেষ খবর