বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

৫০ বছর পর চাঁদে যাচ্ছেন ওরা

৫০ বছর পর চাঁদে যাচ্ছেন ওরা

সেই ৫০ বছর আগে চাঁদে পা রেখেছিলেন নিল আর্মস্ট্রং ও তার দল। এতদিন পর ফের চাঁদে যাচ্ছে মানুষ। এবারও চারজন। চাঁদে মানুষ পাঠানোর কাজটি করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির আর্টেমিস-টু মিশন ২০২৪ সালে যে চারজন মহাকাশচারীকে চাঁদে পাঠাবে তারা হলেন; কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন বিশেষজ্ঞ ক্রিস্টিয়ানা কোচ ও জেরেমি হ্যানসন। চার মহাকাশচারীর মধ্যে তিনজন আমেরিকান, একজন কানাডিয়ান। এই চার মহাকাশচারী চাঁদে আর্টেমিস-টু মিশনে অংশ নিতে যাচ্ছেন। এরপর আর্টেমিস-থ্রি মিশনে চাঁদে অবতরণ করবেন মহাকাশচারীরা।

সর্বশেষ খবর