বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মিয়ানমারে বিমান হামলায় নিহত ৫৩

মিয়ানমারের সাগাইং অঞ্চলে গতকাল একযোগে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ ঘটনাকে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ‘সবচেয়ে খারাপ’ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রশাসনিক অফিস উদ্বোধনের জন্য বাসিন্দারা জড়ো হওয়ার সময় এই বিমান হামলার ঘটনা ঘটে। সাগাইং এলাকা-ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন জান্তার বিরোধিতাকারী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একজন সদস্য রয়টার্সকে জানিয়েছেন, তাদের স্থানীয় দফতর উদ্বোধনের সময় আয়োজিত অনুষ্ঠানে কয়েকটি জঙ্গি বিমান থেকে গুলিবর্ষণ করা হয়েছে।

সর্বশেষ খবর