শিরোনাম
সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিরোধী ঐক্যের জন্য তৎপর রাহুল গান্ধী

বিরোধী ঐক্যের জন্য তৎপর রাহুল গান্ধী

ভারতে লোকসভা নির্বাচনের আর মাত্র বছরখানেক বাকি। দেশটিতে অনেকদিন ক্ষমতাহীন কংগ্রেস। এ অবস্থায় বিরোধী দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে নির্বাচন করার চেষ্টা শুরু করেছে দলটি। আপাতত সেক্ষেত্রে কিছুটা সফল হতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে সামনে রেখে তিনি একের পর এক বিরোধী দলের নেতার সঙ্গে কথা বলছেন। ইতোমধ্যে নীতিশ কুমার, তেজস্বী যাদব এবং শরদ পাওয়ারের সঙ্গে কথা হয়েছে। এই তিন নেতাই অবশ্য ইউপিএ-তে আছেন। জেডি ইউ, আরজেডি, এনসিপি হলো কংগ্রেসের জোটশরিক। ফলে আগে নিজের জোট নেতাদের সঙ্গে কথা বলে, তারপর জোটের বাইরের দিকে তাকাবার নীতি নিয়েছেন রাহুল। গত বুধবার মল্লিকার্জুন খাড়গের বাড়িতে আসেন নীতিশ কুমার ও তেজস্বী যাদব। এই বৈঠকের পর রাহুল গান্ধী জানান, ‘এটা হলো ২০২৪-এর নির্বাচনে বিরোধী ঐক্যের ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ। আমরা একটা ভিশন তৈরি করব। বিজেপি-কে হারাতে বিরোধীরা কোন পথে চলবে, সেই ভিশন।’

বিরোধী ঐক্য সম্ভব? : ভারতে ভোটের আগে যখনই বিরোধী ঐক্যের প্রয়াস হয়, তখনই প্রশ্ন ওঠে, সত্যিই কি এটা সম্ভব? ভোটকুশলী প্রশান্ত কিশোর এনডিটিভিকে বলেছেন, ২০২৪-এ প্রকৃত বিরোধী ঐক্য সম্ভব নয়। তার মতে, ‘বিরোধীদের মতাদর্শগতভাবে একজোট হতে হবে। তাদের নিজেদের শক্তি বুঝতে হবে।

সর্বশেষ খবর