শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ক্লিওপেট্রাকে কৃষ্ণাঙ্গ দেখিয়ে মামলা খেল নেটফ্লিক্স

ক্লিওপেট্রাকে কৃষ্ণাঙ্গ দেখিয়ে মামলা খেল নেটফ্লিক্স

মিসরের রানি ক্লিওপেট্রাকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। তবে এতে ক্লিওপেট্রাকে কৃষ্ণাঙ্গ হিসেবে দেখানো হয়েছে। আর এতে বিশ্বজুড়ে ক্ষুব্ধ ইতিহাসপ্রেমীরা। টুইটার ও ফেসবুকে বিতর্কের ঝড় বয়ে গেছে নেটফ্লিক্সের এ ‘ইতিহাস বিকৃতি’ নিয়ে। ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অ্যাডেল জেমস। তিনি একজন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী। যদিও ইতিহাসবিদরা জানান যে, ক্লিওপেট্রা কৃষ্ণাঙ্গ ছিলেন না। নিন্দার ঝড় এতটাই প্রবল ছিল যে ট্রেলারের কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে নেটফ্লিক্স। এর মধ্যে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা করেছেন মিসরের এক আইনজীবী। জানা গেছে, নেটফ্লিক্স ঐতিহাসিক এই ব্যক্তিত্বকে ভিন্ন বর্ণের মাধ্যমে চিত্রায়িত করেছে। ইজিপ্ট ইনডিপেনডেন্টের সঙ্গে কথা বলার সময় আল-সেমারির আইনি অভিযোগ করেন, নেটফ্লিক্সের এমন কাজ আসলে একটি ‘জালিয়াতি’।

সর্বশেষ খবর