শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভারতে যাচ্ছেন বিলাওয়াল

এসসিও বৈঠকে মুখোমুখি হচ্ছে দুই দেশ

ভারতে যাচ্ছেন বিলাওয়াল

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো আগামী মাসে ভারতে যাওয়ার কথা। আর এটা যদি হয়, তাহলে এটি হবে ইসলামাবাদ থেকে ২০১১ সালের পর কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর। তিনি ৪ ও ৫ মে ভারতের গোয়ায় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। গতকাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ২০১১ সালে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ভারত সফর করেন। খার বর্তমানে বিদেশ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ২০১৪ সালের মে মাসে ভারত সফর করেছিলেন। এর পর ২০১৫ সালের ডিসেম্বরে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তান সফর করেন এবং কয়েক দিন পর প্রধানমন্ত্রী মোদি প্রতিবেশী দেশটিতে সংক্ষিপ্ত সফর করেন। সাংহাই সহযোগিতা সংস্থা একটি শক্তিশালী আঞ্চলিক ফোরাম, যার সদস্য ভারত, চীন, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান ও উজবেকিস্তান। আর ডায়লগ পার্টনার হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া ও নেপাল। ফলে সংশ্লিষ্ট সব দেশের কাছেই এ বৈঠকের গুরুত্ব অনেক বেশি।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর