শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

অন্নপূর্ণা পর্বত থেকে তিন দিন পর উদ্ধার পর্বতারোহী

অন্নপূর্ণা পর্বত থেকে তিন দিন পর উদ্ধার পর্বতারোহী

অবিশ্বাস্য ঘটনা ধরা পড়ল অন্নপূর্ণা পর্বত অভিযানে। তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালুকে। গত সপ্তাহে নেপালের অন্নপূর্ণা পর্বত থেকে নামার সময় তিনি হারিয়ে গিয়েছিলেন। পরে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা। জানা গেছে, সোমবার অবতরণের সময় ৬০০০ মিটার উচ্চতা থেকে পড়ে যান তিনি। ক্রিভাস বা বরফের ফাটলে তিনি আটকা পড়েন। ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গ এবং সাত মহাদেশের উচ্চতম বিন্দু জয়ের পরিকল্পনা নিয়েছেন অনুরাগ। জাতিসংঘ প্রচারিত বিভিন্ন বিষয়ে তিনি সচেতনতা গড়ে তুলতে চান অনুরাগ।

সর্বশেষ খবর