শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

করোনায় আক্রান্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

কলকাতা প্রতিনিধি

করোনায় আক্রান্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আপাতত করোনার মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই হোম আইসোলেশনে আছেন তিনি। গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর কমান্ডারদের একটি সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ার কারণে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। ইতোমধ্যেই চিকিৎসকদের এক প্রতিনিধি দল তাকে দেখে গেছেন এবং আগামী কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। গত বুধবারই বিমান বাহিনীর কমান্ডারদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অব আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডেসহ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যার ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৫৯১ জন। অথচ বুধবার সেই সংখ্যাটা ছিল ১০ হাজার ৫৪২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০ জনের। কেরল, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও রাজস্থান- ভারতের এই আট রাজ্যে কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত সংখ্যা দ্রুততার সঙ্গে বাড়ছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর