মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

চীন সাগরের অতল গহ্বরে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ

চীন সাগরের অতল গহ্বরে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৮৬৪ অস্ট্রেলীয় যাত্রী নিয়ে ডুবে যাওয়া একটি জাপানি জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস গত শনিবার বলেছেন, দক্ষিণ চীন সাগরে এটি খুঁজে পাওয়া গেছে।

জাহাজে জাপানি সৈন্যসহ প্রায় ১ হাজার ৬০ জন বন্দি ছিল। ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’, যা আধুনিক বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক এক যুদ্ধ হিসেবে পরিচিত। সেই যুদ্ধে জাপান, জার্মানি ও পোল্যান্ডের মতো দেশের লাখ লাখ মানুষ নিহত হয়। এতে একদিকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার মতো দেশ ছিল, যাদের ব্যাপক ক্ষতির মুখেও পড়তে হয়েছিল। ১৯৪২ সালের জুলাইয়ে ফিলিপাইনের উপকূলে জাহাজটি ডুবে নিখোঁজ হয়। ঘটনার দিন এই জাহাজে ১৪টি দেশের ২১০ জন নাগরিকও ছিলেন বলে জানা গেছে। এ জাহাজটি পাপুয়া নিউগিনি থেকে বন্দি সৈন্যদের নিয়ে যাচ্ছিল চীন। একই সময়ে ফিলিপাইনের কাছে একটি আমেরিকান সাবমেরিন টর্পেডো দিয়ে আক্রমণ করে। এরপর কয়েক মিনিটের মধ্যেই সাগরে ডুবে যায়। বহু বছর ধরে এই জাহাজে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে জানানো হয়নি। জাহাজ ডুবির পর ধ্বংসাবশেষ কোথায় গেল? এই প্রশ্নটিও রহস্যে পরিণত হয়েছিল। যা হয়তো এত বছর পর সেই রহস্যের খোঁজ মিলবে। এটিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে। ২৫ এপ্রিল আনজাক দিবসের আগে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দিবসটি পালন করা হয়। এদিন তারা সব সামরিক সংঘাতে নিহত নিজ সেনাদের স্মরণ করে থাকে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর