সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

‘বাইডেন ভবিষ্যৎহীন বৃদ্ধ’

‘বাইডেন ভবিষ্যৎহীন বৃদ্ধ’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন বৃদ্ধ মানুষ যার কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। এ ছাড়া তিনি শাসন ক্ষমতার অবসান নিয়ে বাইডেনের সাম্প্রতিক মন্তব্যকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন। শনিবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার নেতা ইয়ুন সুক ইয়েওলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্র এবং সহযোগী দেশগুলোর ওপর উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা হলে পিয়ং ইয়ংয়ের ক্ষমতাসীন সরকার শেষ হয়ে যাবে। বাইডেন আরও বলেছিলেন, সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্পূর্ণ এখতিয়ার তার আছে। তবে কোরীয় উপদ্বীপের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই বলেও উল্লেখ করেছেন তিনি। এ নিয়ে এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন কিম ইয়ো জং। বাইডেনকে শত্রুরাষ্ট্রের প্রধান নির্বাহী বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এমন এক ব্যক্তির কাছ থেকে এই অযৌক্তিক মন্তব্য এসেছে যিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও দায়িত্ব নিতে একেবারেই সক্ষম নন, একজন বৃদ্ধ মানুষ যার কোনো ভবিষ্যৎ নেই।

সর্বশেষ খবর