শিরোনাম
বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা
কৃত্রিম বুদ্ধিমত্তা ভয়ংকর!

গুগল ছাড়লেন এআই ‘গডফাদার’ হিন্টন

গুগল ছাড়লেন এআই ‘গডফাদার’ হিন্টন

জেফ্রি হিন্টন

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যাকে ‘গডফাদার’ বলা হয়। তার নাম জেফ্রি হিন্টন। প্রযুক্তি জায়ান্ট গুগলে যোগ দিয়েছিলেন ১০ বছর আগে। সেই গুগল থেকে ইস্তফা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন আর কিছুকাল পরই চ্যাটবটরা মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে যেতে পারে। হিন্টন সারাজীবন কাজ করেছেন কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) নিয়ে। এ জন্য প্রচুর পুরস্কারও পেয়েছেন। কিন্তু এখন নিজেই নিজের কাজের জন্য অনুশোচনা করছেন প্রযুক্তির এই ‘গডফাদার’। ভয় পাচ্ছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যতে তৈরি হতে চলা পরিস্থিতি নিয়ে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার অপকারিতা এবং ঝুঁকি নিয়ে নির্দ্বিধায় কথা বলার জন্য গুগল থেকে পদত্যাগ করেছেন হিন্টন। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসে দেওয়া এক বিবৃতিতে ৭৫ বছর বয়স্ক ব্রিটিশ-কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী ড. হিন্টন গুগল থেকে তার পদত্যাগের কথা ঘোষণ দেন। কেন গুগল ছাড়লেন সে সম্পর্কে অবস্থান স্পষ্ট করতে একটি টুইটও করেন তিনি। টুইটারে হিন্টন লিখেছেন, ‘আমি গুগল ছাড়লাম যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরি হতে চলা সংকটজনক পরিস্থিতি নিয়ে নির্দ্বিধায় কথা বলতে পারি। এর প্রভাব যাতে গুগলে না পড়ে, তাই আমি সংস্থা থেকে পদত্যাগ করেছি।’ তিনি এও বলেন, ‘তবে আমাকে স্বীকার করতেই হবে যে, এআই ব্যবহারের ক্ষেত্রে গুগল অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করেছে। মানব মস্তিষ্কের সমতুল্য সিস্টেম, যাকে বলে ‘নিউট্রাল নেটওয়ার্ক’। এগুলো মানুষের মতোই অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের ক্ষমতা রাখে যার নাম ‘ডিপ লার্নিং’। এ দুটি ক্ষেত্রে ড. হিন্টনের মৌলিক গবেষণা চ্যাট জিপিটির মতো এআই সিস্টেম তৈরির পথ সৃষ্টি করেছে। বিবিসিকে জেফ্রি হিন্টন বলেন, এআই চ্যাটবট থেকে এমন কিছু বিপদ হতে পারে যা ‘রীতিমতো ভয়ংকর।’ ‘এ মুহূর্তে এরা আমাদের চাইতে বুদ্ধিমান নয়, কিন্তু শিগগিরই তারা তা হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে’- বলেন তিনি। উল্লেখ্য, গত মার্চে ওপেনএআই চ্যাটজিপিটির নতুন সংস্করণ জিপিটি-৪ বাজারে নিয়ে আসে। এক্ষেত্রে নতুন সংস্করণে ওয়েবসাইট তৈরি, পরীক্ষায় পাস ও মামলার খসড়া তৈরির মতো কাজে চ্যাটবটটি অভাবনীয় দক্ষতার পরিচয় দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সম্প্রতি গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বেশ কিছু নামি ব্যক্তি ও দেশ। মার্চ মাসেই একদল উচ্চপদস্থ ব্যক্তি ও বিশেষজ্ঞ একটি খোলা চিঠিতে এআই প্রশিক্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এতে স্বাক্ষরকারীদের মধ্যে আছে টুইটার ও টেসলার প্রধান ইলন মাস্ক, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের মতো প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞ গবেষকরা।

সর্বশেষ খবর