শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা

কী ভাবছেন সেটিও এখন বুঝতে পারে এআই!

কী ভাবছেন সেটিও এখন বুঝতে পারে এআই!

মানুষ মাত্রই চিন্তাশীল। প্রতি মুহূর্তে হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনোটা চেতন মনে কোনোটা অবচেতন মনে। যেগুলো কেউ কখনো জানতে পারেনি। তবে এবার হয়তো দিন বদলাচ্ছে। আর এটা করতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। সম্প্রতি অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মানুষের মনের কথা বোঝা বা ‘মাইন্ড রিড’ করার প্রযুক্তি আরও উন্নত করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নেচার নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণায় দাবি করা হয়েছে, এফএমআরআই স্ক্যানের মাধ্যমে মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রবাহের মাত্রা বিশ্লেষণ করে মানুষের মনের একান্ত ব্যক্তিগত চিন্তাগুলোকে বলে দিতে পারে (ডিকোড) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। গবেষকরা ইতোমধ্যেই এর জন্য ল্যাংগুয়েজ-ডিকোডিং মেথডস (এআইয়ের বুঝতে পারা মস্তিষ্কের অব্যক্ত ভাবনাগুলো মানুষের ভাষায় অনুবাদ করার প্রযুক্তি) তৈরি করেছেন। মূলত প্যুারালাইজড বা পাঘাতগ্রস্ত হয়ে কথা বলার মতা হারিয়ে ফেলা ব্যক্তিদের জীবনকে একটু সহজ করে তুলতে এই প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের পদপে নিয়েছেন গবেষকরা। ফলাফলও এসেছে দার"ণভাবে ইতিবাচক।

 

সর্বশেষ খবর