মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, তিন গ্রামবাসী নিহত

ভারতের রাজস্থানে দেশটির বিমান বাহিনীর একটি মিগ-২১ জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে তিন গ্রামবাসী নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। গতকাল স্থানীয় সময় সকালে জঙ্গি বিমানটি হনুমানগড়ের বালালনগর গ্রামের একটি বাড়ির ওপর আছড়ে পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিমানটি নিয়মিত প্রশিক্ষণের জন্য সুরতগড় বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর প্রযুক্তিগত সমস্যার কারণে বিধ্বস্ত হয়। অবশ্য বিমান থেকে পাইলট বের হয়ে আসতে পারায় তিনি নিরাপদে আছেন। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেছেন, মানুষের হতাহতের ঘটনা এড়াতে পাইলট সব প্রচেষ্টা চালান।

জানা যায়, সুরতগড় থেকে ভারতীয় বিমান বহিনীর এ যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল। একপর্যায়ে হনুমানগড়ের ডাবলি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

সর্বশেষ খবর