মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

টেক্সাসে বন্দুক হামলার পরদিন গাড়ি হামলা, নিহত ৭

জীবনের কোনো নিরাপত্তা নেই। এই গুলি চলছেতো, একটু পরেই হচ্ছে ‘গাড়ি হামলা’। টেক্সাসে বন্দুক হামলায় অন্তত নয়জন নিহত হওয়ার পরদিনই এক গাড়ি হামলায় নিহত হলেন আরও সাতজন। এবারের হামলা হয়েছে অভিবাসীদের ওপর। টেক্সাসের একটি অভিবাসী সহায়তা কেন্দ্রের বাইরে বাসস্টপে অপেক্ষা করছিলেন কয়েক জন। আর এমন সময় তাদের পিষে দিয়ে যায় একটি গাড়ি। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক জন।

এএফপি জানায়, গাড়ি দিয়ে নিরীহ মানুষের পিষে দেওয়ার সময় চালক বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করছিল। ফলে বিষয়টি যে নিছক দুর্ঘটনা নয়, সেটিকে মাথায় রাখছে পুলিশ। ওই ঘটনার পর গাড়ি চালককে আটক করা হয়েছে। সে এখন হাসপাতালে ভর্তি এবং তার গাড়ি বাজেয়াফত করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ট্রাফিক সিগন্যাল ভেঙে বাসস্ট্যান্ডে উঠে পড়ে গাড়িটি। দুর্ঘটনাস্থলে থাকা এক ভেনিজুয়েলান দাবি করেন, চালক গাড়ি থেকে মাথা বের করে তাদের অপমানসূচক কথাবার্তা বলছিলেন। এরপর ইচ্ছে করেই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মানুষকে পিষে দেয় সেই চালক। এর আগে গত শনিবার এ টেক্সাস অঙ্গরাজ্যের ড্যালাস শহরেই ঘটে আরেকটি নৃশংস বন্দুক হামলা। শহরটির উত্তরের একটি শপিং মলে বন্দুকবাজের হামলায় নিহত হন অন্তত ৯ জন।

সর্বশেষ খবর