শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

টুইটারের সিইও পদ ছাড়ছেন মাস্ক

টুইটারের সিইও পদ ছাড়ছেন মাস্ক

টুইটারকে বগলদাবা করে সব সময় চলার ঘোষণা দিয়েছিলেন সংস্থাটির মালিক ইলন মাস্ক। এ জন্য তিনি সংস্থাটির প্রধান নির্বাহী বা সিইও হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই নির্বাহীর পদ ছাড়ার ঘোষণা দিলেন। এই মাইক্রোব্লগিং সংস্থার কাজ সামলানোর দায়িত্ব হস্তান্তর করতে চলেছেন একজন নারীর হাতে। মাস্ক এ জন্য টুইটারে লিখেন ‘একজনকে খুঁজে পেয়েছি’। মাত্র ছয় সপ্তাহ পর থেকেই তিনি টুইটারের সিইও পদের দায়িত্ব গ্রহণ করবেন। তার নাম লিন্ডা ইয়াকারিনো। তিনি এখন এনবিসি ইউনিভার্সাল এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন। সিইওর পদ ছাড়লেও টুইটারের নিয়ন্ত্রণ সম্পূর্ণ ছেড়ে দেবেন না ইলন মাস্ক। তিনি সংস্থার চিফ টেকনোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন।

সর্বশেষ খবর