শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাত চলছেই

টানা চতুর্থ দিনের মতো ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘাত চলছে। গতকাল ফিলিস্তিন থেকে ইসরায়েলে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। জবাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে গতকাল তাৎক্ষণিক উভয় পক্ষের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিদেশি মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলি শহর অ্যাশকেলন থেকে আল জাজিরার উইলিয়াম মার্কস বলেছেন, পুরো এলাকাজুড়ে সাইরেন বাজানো হয়েছে। তিনি বলেন, ‘সম্ভবত গাজা থেকে প্রায় দুই ডজন রকেট নিক্ষেপ করা হয়েছে।’

এই সপ্তাহে ৮০০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। গত কয়েক দিনের লড়াইয়ে গাজায় ৩১ জন ফিলিস্তিনি এবং মধ্য ইসরায়েলে ৭০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

সর্বশেষ খবর