শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

জেলেনস্কি হঠাৎ সৌদি আরবে

জেলেনস্কি হঠাৎ সৌদি আরবে

জাপানে জি-৭ সম্মেলনে অংশগ্রহণের আগে অঘোষিত সফরে প্রথমবার সৌদি আরব গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আরব লিগ সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন দেশের সমর্থন আদায়ে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে তিনি এ সফর করছেন বলে ধারণা করা হচ্ছে।

সম্মেলনে আরব লিগের ২২টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসব দেশের মধ্যে রাশিয়ার আগ্রাসনের সমর্থনে অবস্থান ব্যক্ত করেছেন শুধু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়ায় ১২ বছর ধরে চলমান গৃহযুদ্ধে আসাদ সরকারকে ক্রমাগত সমর্থন ও সহায়তা দিয়েছে রাশিয়া। প্রায় এক যুগ আরব লিগের বাইরে থাকার পর এই প্রথমবার সম্মেলনে ভাষণ দেবেন আসাদ। টেলিগ্রাম বার্তায় এই সফর নিয়ে জেলেনস্কি জানিয়েছেন, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ক্রিমিয়ার রাজনৈতিক বন্দিদের মুক্ত করা এবং দখলকৃত সব ভূখন্ড ফেরত পাওয়া। অবৈধভাবে সরিয়ে নেওয়া মানুষদেরও আমরা ফিরিয়ে আনতে চাই। আমি আমাদের শান্তি পরিকল্পনা উপস্থাপন করব। এটি বাস্তবায়নে যত বেশি সম্ভব দেশের যুক্ত থাকা উচিত। এ ছাড়া আগামী শীতে জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তাকেও গুরুত্ব দিচ্ছি আমরা। সম্মেলনে জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তি সৌদি আরব।

 

সর্বশেষ খবর