শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

বাখমুতে তুমুল লড়াই

ইউক্রেনের সেনাবাহিনী ও রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ পূর্বাঞ্চলীয় বাখমুতে তুমুল লড়াই করছে। দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের আগে নয় মাসের বেশি সময় পর শহরটিতে রুশদের ওপর হামলা চালাচ্ছে কিয়েভের সেনারা। ইউক্রেন বলেছে, বৃহস্পতিবার তারা রাশিয়ার একাধিক হামলা প্রতিহত করে কিছু স্থানে ১ কিলোমিটার এগিয়েছে।

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তার বাহিনীও বাখমুতের দিকে ১ হাজার ৩০০ ফুটের মতো অগ্রসর হয়েছে। শহর দখলের জন্য হামলা অব্যাহত রয়েছে। তিনি দাবি করেছেন, ওয়াগনার যোদ্ধারা ইউক্রেনের সেনাদের শেষ দুর্গতে ঠেলে দিচ্ছে। এটি শহরের পশ্চিমাংশে অবস্থিত। প্রিগোজিন অভিযোগ করেছেন, রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী শহরের উত্তর ও দক্ষিণে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে পিছু হটছে। এর ফলে রুশ সেনারা ঘেরাওয়ের মধ্যে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তার কথায় দুর্ভাগ্যবশত, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনারা বাখমুতের উত্তরে ১ হাজার ৮৮০ ফুট পিছু হটেছে। এতে আমাদের একপাশ অরক্ষিত হয়ে যাচ্ছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর