বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

ক্ষমা চাইলে তবেই আলোচনা

ইমরানকে শর্ত সরকারের

ক্ষমা চাইলে তবেই আলোচনা

চলতি মাসে ইমরান খানের গ্রেফতারের পরই দেশজুড়ে তান্ডব চালায় তার দল তেহরিক-ই-পাকিস্তানে (পিটিআই) সমর্থকরা। এ ঘটনার পর হাজার হাজার পিটিআই কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয় পিটিআইর প্রথম সারির নেতা ফাওয়াদ চৌধুরীসহ বেশ কয়েকজনকেও। ছাড়া পাওয়ার পরেই একের পর এক নেতা দলত্যাগ করছেন। দলের সদস্যপদ ছাড়ার হিড়িক পড়ে গেছে নিচুতলার পিটিআই সদস্যদের মধ্যেও। এ অবস্থায় শরিফ সরকারের শীর্ষকর্তাদের সঙ্গে অবিলম্বে বৈঠকে বসতে চাইছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শুরুতে ইমরানকে ‘চোর, দাঙ্গাবাজ, সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে আলোচনার আবেদন নাকচ করে দেয় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। তারপর অবশ্য অবস্থান বদল করে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার বলেন, ৯ মে দেশজুড়ে হওয়া হিংসাত্মক ঘটনায় ইমরান ক্ষমা চাইলে তবেই আলোচনা সম্ভব হতে পারে। তার কথায়, ‘সেদিন দেশজুড়ে যে হিংসা হয়েছে তার দায় নিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে ইমরানকে। একমাত্র তবেই আলোচনা হতে পারে।’

উল্লেখ্য, রাজনীতির মঞ্চে একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছে পাকিস্তানে। আর সেনা ও শরিফ সরকারের স্পটলাইটে রয়েছেন ইমরান খান। বিশ্বজয়ী পাকিস্তানে ‘ক্যাপ্টেনে’র ইনিংসে ইতি টানতে মরিয়া তারা। তবে জনবলে বলীয়ান প্রাক্তন প্রধানমন্ত্রী ময়দান ছাড়তে নারাজ। এহেন পরিস্থিতিতে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানকে নিষিদ্ধ করা হতে পারে বলে আগেই ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সবমিলিয়ে, পাকিস্তানের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর