বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা

আসামের ২৮ জেলা থেকে বিশেষ আইন প্রত্যাহার

আসামের ৩৫টি জেলার মধ্যে ২৮টি থেকে প্রত্যাহার করা হয়েছে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন বা আফসফা। এ খবর সাংবাদিকদের জানিয়েছেন আসামের পুলিশ প্রধান (ডিজিপি) জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং। তার দাবি, আসামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। তাই রাজ্য সরকারের সুপারিশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ২৮টি জেলা থেকে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন প্রত্যাহার করেছে। ওই আইনগুলোতে নিরাপত্তা বাহিনীর কোনো কর্মকর্তা ঘটনাস্থলে একক সিদ্ধান্তে গুলি চালাতে পারেন। এ কারণে এই আইনের বিরুদ্ধে অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে। ২২ মে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, ২০২৩ সাল শেষ হওয়ার আগে গোটা আসাম থেকে আফসফা তুলে নেওয়া হবে। চলতি সপ্তাহের গোড়ায় আসামের ৩৫টির মধ্যে ২৮ জেলা থেকে আফসফা তুলে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর