বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

ট্রাম্পের সঙ্গে প্রার্থী মাইক পেন্সও

ট্রাম্পের সঙ্গে প্রার্থী মাইক পেন্সও

আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ইতোমধ্যে নিজের প্রার্থীপদ ঘোষণা করে প্রচারে নেমে পড়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার সঙ্গেই প্রতিদ্বন্দ্বীর ঘোষণা দিলেন মাইক পেন্স। যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পেন্সের এ সিদ্ধান্তে ট্রাম্পের ওপর চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পেন্স মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইন্ডিয়ানা রাজ্যের প্রাক্তন গভর্নর পেন্স ট্রাম্পের একজন বিশ্বস্ত সহযোগী ছিলেন। ২০২১ সালে বাইডেনের কাছে হারার পর ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালালে প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে পেন্সের দূরত্ব তৈরি হয়। এরপর থেকে ট্রাম্পের কাছ থেকে দূরত্ব বজায় রেখেই চলেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। আজ থেকে আইওয়া রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করার কথা পেন্সের। এরপর জাতির উদ্দেশে তাঁর ভাষণ দেওয়ার কথা।

 ইতোমধ্যে একাধিক মার্কিন জনসমীক্ষায় পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রাখা হয়েছে। এর পরেই রয়েছেন ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর ডিসান্টিস।

সর্বশেষ খবর