রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

রাশিয়া-ইউক্রেন তুমুল লড়াই

রাশিয়া-ইউক্রেন তুমুল লড়াই

রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের তুমুল লড়াই চলার খবর পাওয়া গেছে। যুদ্ধপন্থি রুশ ব্লগাররা এ লড়াইয়ে ইউক্রেনকে প্রথম জার্মানি ও যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রশস্ত্র ব্যবহার করতে দেখার কথা জানিয়েছে। এর মধ্য দিয়ে রাশিয়ার ওপর ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা হামলা শুরু হওয়ার ইঙ্গিত মিলছে বলেই অভিমত ব্লগারদের। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও এক ভিডিও সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা নিশ্চিত করেই বলতে পারি যে, ইউক্রেনের আক্রমণ শুরু হয়ে গেছে।’

তবে ইউক্রেনের সেনারা কোনো সেক্টরেই তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি বলে দাবি করেন পুতিন। সেই সঙ্গে এ মুহূর্তে তুমুল লড়াইয়ে লিপ্ত রুশ সেনাদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা আপনাদের বীরত্ব দেখেছি। আপনাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য আমরা কৃতজ্ঞ।’ ইউক্রেনের সামরিক বিশ্লেষক ওলেক্সান্দর মুসিয়েঙ্কো দেশটির এনভি রেডিওকে বলেছেন, ইউক্রেন অগ্রগতি অর্জন করছে। তবে দক্ষিণ-পূর্ব জাপোরিঝঝিয়া অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের পাল্টা হামলা হওয়ার রুশ খবর নাকচ করে দিয়েছেন তিনি। তিনি বলেন এটি সত্য নয়। এ লড়াই পাল্টা হামলার মূল পর্ব নয়। এটি কেবল একটি ধাপ মাত্র। বড় কোনো যাত্রা নয়, যা থেকে আমরা জলদি কোনোকিছু আশা করতে পারি এবং শত শত কিলোমিটার স্বাধীন ভূখন্ড পেতে পারি। ইউক্রেনের পাল্টা হামলায় আদতে পশ্চিমাদের প্রশিক্ষিত এবং অস্ত্রসজ্জিত শত শত সেনা যোগ দেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র এ পাল্টা হামলার জন্য শুক্রবার আকাশ প্রতিরক্ষা এবং গোলাবারুদসহ নিরাপত্তা সহায়তা হিসেবে অতিরিক্ত ১২০ কোটি ডলার তহবিল ঘোষণা করেছে। রাশিয়া কয়েক মাস ধরে ইউক্রেনের পাল্টা আক্রমণের সম্ভাবনার মুখে নিজেদের প্রতিরক্ষার প্রস্তুতি নিয়েছে। এ সপ্তাহের শুরু থেকেই তারা হামলার জবাব দিয়ে এসেছে। তবে কিয়েভ বলছে, তাদের মূল প্রচেষ্টা শুরু হতে এখনো বাকি। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের স্থলযুদ্ধবিষয়ক জ্যেষ্ঠ ফেলো বেন ব্যারি বলেছেন, ওরিখিভের দক্ষিণে তোকমাক এলাকার কাছে জার্মানির তৈরি লিওপার্ড ট্যাংক এবং যুক্তরাষ্ট্রের ব্র্যাডলি সাঁজোয়া যান দেখার খবর জানিয়েছেন রুশ ব্লগাররা। এ খবর সত্য হলে পশ্চিমা অস্ত্রে সজ্জিত ইউক্রেনের নতুন ব্রিগেডগুলোর লড়াই যোগ দেওয়ার এটিই হবে প্রথম প্রমাণ। পাল্টা হামলা চালাতে কিয়েভের মোট ১২টি ব্রিগেডে ৫০ থেকে ৬০ হাজার সেনা প্রস্তুত রয়েছে। এর মধ্যে ৯টি ব্রিগেডে পশ্চিমা অস্ত্র সজ্জিত এবং কিয়েভের পশ্চিমা মিত্ররা তাদের প্রশিক্ষণ দিয়েছে।

দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি  রাশিয়ার : ক্রিমিয়া উপদ্বীপের আকাশ থেকে ইউক্রেনের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। গতকাল রুশ গণমাধ্যম তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ক্রিমিয়ার আঞ্চলিক প্রধান সের্গেই আঙ্কিয়ানভ বলেন, ‘কিয়েভের সামরিক বাহিনী    ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে তাদের নিজেদের তৈরি গ্রোম-টু বা থান্ডার-টু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে আমাদের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র দুটি ভূপতিত করতে সক্ষম হয়েছে। তিনি জানান, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনায় কেউ হতাহত হয়নি কিংবা কোনো ক্ষতিও  হয়নি। ক্রিমিয়ার জনগণকে উদ্দেশ করে সের্গেই আঙ্কিয়ানভ বলেন, ‘আমি সবাইকে শান্ত থাকার কথা বলেছি এবং বিশ্বাসযোগ্য তথ্যের ওপর নির্ভর করতে বলেছি।’  রয়টার্স ও আলজাজিরা

সর্বশেষ খবর