রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

জমি বিতর্কে অমর্ত্যর পাশে নোবেল জয়ী জর্জ একলর্ফ

কলকাতা প্রতিনিধি

জমি বিতর্কে অমর্ত্যর পাশে নোবেল জয়ী জর্জ একলর্ফ

নোবেল জয়ী অধ্যাপক অমর্ত্য সেনের ‘প্রতীচী’ বাড়ির জমি বিতর্কে তাঁর পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের নোবেল জয়ী অর্থনিতীবিদ জর্জ অর্থার একলর্ফ।

অমর্ত্য সেনের প্রতি সুবিচার করার দাবি জানিয়ে ‘বিশ্বভারতীর পরিদর্শক’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যে ৩০২ ব্যক্তি চিঠি দিয়েছেন সেই চিঠিতে স্বাক্ষরদাতাদের অন্যতম একলর্ফ।

২০০১ সালে নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জর্জ অর্থার একলর্ফ ছাড়াও চিঠিতে স্বাক্ষর করেছেন ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক জেমস কে. বয়েস, জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের সাবেক শিক্ষার্থী জেনিন রজার্স, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের    ইমেরিটাস অধ্যাপক প্রভাত পট্টনায়েক, বিশ্বভারতীর সাবেক উপাচার্য সবুজ কলি সেন প্রমুখ।

কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ গত ১৯ এপ্রিল ১৩ ডেসিমেল জমি ছেড়ে দেওয়ার জন্য অমর্ত্য সেনকে অন্তিমসীমা বেঁধে দেয়। দখলকৃত জমি ১৫ দিনের মধ্যে খালি না করলে বলপ্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এর পরে আদালতের দ্বারস্থ হন অমর্ত্য সেন এবং বিষয়টি এখন আদালতে বিচারাধীন।

সর্বশেষ খবর