রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

দিন ঘোষণার পর জেলায় জেলায় সহিংসতা, মুর্শিদাবাদে নিহত ১

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন

কলকাতা প্রতিনিধি

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর সহিংসতা ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দেয় রাজ্যের নির্বাচন কমিশন। সেই মোতাবেক পরদিন শুক্রবার থেকে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়। আর সেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করেই বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটে চলেছে।

শুক্রবারের পর শনিবারও বিভিন্ন জেলা থেকে সহিংসতার ঘটনা সামনে আসে। রাজ্যটির বাঁকুড়া জেলার পাত্রসায়রে বিজেপিকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এ অভিযোগ তুলে পাত্রসায়ের ব্লকের কাঁকরডাঙ্গা মোড়ে বসে রাস্তা অবরোধ করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তৃণমূল আশ্রিত দুর্বৃত্তরা তাদের দলীয় কর্মী-সমর্থকদের ভয় দেখানোর জন্য বোমাবাজি করছে বলে অভিযোগ করেন তিনি। যদিও বিজেপি সাংসদের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে শাসক দল তৃণমূল কংগ্রেস।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়-২ ব্লকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) প্রার্থীকে কেন মনোনয়নপত্র জমা দেওয়ার ফরম দেওয়া হলো, এ প্রশ্ন তুলে সরকারি কর্মকর্তাকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিন দুপুরে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের আইএসএফ নেতা সাইম কাদিরকে ফরম দেন ভাঙড়-২ বিডিও অফিসের কর্মচারী বিদ্যুৎ ঘোষ। কেন তিনি ফরম দিয়েছেন এ প্রশ্ন তুলে বিদ্যুৎ ঘোষকে মারধর করেন চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা রাজ্জাক মোল্লা।

বীরভূম জেলার লাভপুরে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় এক বিজেপি নেতাকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। লাভপুরের জামনা অঞ্চলের সহসভাপতি সোমনাথ মন্ডলকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতে আঘাত লেগে আহত হয়েছেন আরও এক কর্মী। এদিন লাভপুর বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন বিজেপি নেতা-কর্মীরা।

অভিযোগ, এ সময় বাঁশ-লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হন তৃণমূলের লোকজন। যদিও লাভপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অভিজিৎ সিংহ হামলার এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিরোধীদের লোকজন নেই। তাই মিথ্যা অভিযোগ করছে। মনোনয়নপত্র সবাই জমা দিতে পারে। কেউ কোথাও বাধা দেয়নি।’

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় দিনও উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনিতে।

 

সর্বশেষ খবর