রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে

‘সংযম, সংযম, আরও একটু ধৈর্য’ সৌদি আরবের জ্বালানি মন্ত্রীকে হয়তো নিজেকে এভাবেই সান্ত্বনা দিতে হচ্ছে। কারণ তেল উৎপাদন কমানোর ঘোষণায় বিশ্ববাজারে    দাম বাড়বে বলেই প্রত্যাশা করেছিলেন তিনি। তবে সেই আশায় এ সপ্তাহেও গুঁড়ে বালি।

ওপেকভুক্ত দেশগুলো নতুন করে তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়ে দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের কাছাকাছি কিংবা কিছুটা ওপরে নিয়ে যেতে চেয়েছিল। তবে শুক্রবার দেখা গেছে উল্টো বিশ্ববাজারে কমেছে তেলের দাম। সৌদি আরব আসন্ন জুলাই মাস থেকে তেলের উৎপাদন দিনে ১০ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে। দেশটির দাবি, ক্রমবর্ধমান তেলের দাম কমতে থাকায় বাজার স্থিতিশীল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৭ ডলার কমে দাঁড়ায় ৭৪ দশমিক ৭৯ ডলারে। সেই সঙ্গে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১২ ডলার কমে দাঁড়িয়েছে ৭০ দশমিক ১৭ ডলারে। তবে এই হিসাব আপাতত সৌদিকে হতাশ করলেও আগামী সপ্তাহগুলোতে ভিন্ন চিত্র দেখা যেতে পারে। কারণ ওপেকভুক্ত দেশগুলো বিশ্ববাজারের ৪০ শতাংশ তেল সরবরাহ করে থাকে। রয়টার্স

 

সর্বশেষ খবর