সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা
লন্ডনে রাজার জন্মদিনের মহড়া

গরমে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন তিন সেনা!

গরমে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন তিন সেনা!

হঠাৎ প্রচ- গরমে ত্রাহি অবস্থা গোটা বিশ্বে। সেটা হোক এশিয়া, ইউরোপ বা আমেরিকা। সেই গরমের মধ্যে যুক্তরাজ্যে চলছে ‘ট্রুপিং দ্য কালার’ নামের বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানের মহড়া। এ উপলক্ষ রাজা তৃতীয় চার্লসের আসন্ন জন্মদিন। শনিবার সেনাসদস্যদের চূড়ান্ত পর্যায়ের সেই মহড়া অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামের উপস্থিতিতে প্রচ- গরমের মধ্যে ওই মহড়া চলার সময় অন্ততপক্ষে তিনজন সেনাসদস্য জ্ঞান হারিয়েছেন। লন্ডনে কয়েক দিন ধরেই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা থাকছে। এ গরমের মধ্যেই ব্রিটিশ সেনারা তাদের নির্ধারিত ইউনিফর্মে কুচকাওয়াজ করছিলেন। উলের ইউনিফর্ম এবং ভালুকের চামড়ার ক্যাপ পরেছিলেন। দুপুরের রোদে চলছিল মহড়া। কিন্তু সেই মহড়া চলার সময়েই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিন সেনা সদস্য। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

মূলত রাজপরিবারের সদস্যদের নিরাপত্তায় নিযুক্ত সেনার অধীনস্ত এ বাহিনী ব্রিটিশ রাজ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। মাথায় লোমশ আবরণ পরে, লাল জামায় সজ্জিত হয়ে ঘোড়ায় চড়ে কিংবা পায়ে হেঁটে তারা ব্রিটিশ রাজা অথবা রানিকে অভিবাদন জানান। প্রিন্স উইলিয়াম অবশ্য এ ঘটনার পর টুইট করে রয়্যাল গার্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘এই গরমের মধ্যে মহড়ায় অংশ নেওয়ার জন্য আমি সেনা সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। কঠিন পরিস্থিতি থাকলেও আপনারা প্রত্যেকে দারুণ কাজ করেছেন।’ পরে আর একটি টুইট করেও তাদের ধন্যবাদ জানান ব্রিটিশ যুবরাজ। বিবিসির একটি প্রতিবেদন অনুসারে, দক্ষিণ ব্রিটেনে গরম আরও বৃদ্ধি পাবে বলে সতর্কতা জারি করেছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী।

সর্বশেষ খবর