সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা
অমর্ত্য সেনকে বাড়ি থেকে উচ্ছেদ

ভারতের রাষ্ট্রপতিকে আন্তর্জাতিক বিশিষ্টজনদের চিঠি

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমিসংক্রান্ত বিষয়ে এবার ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন প্রখ্যাত মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জর্জ অর্থার একারলফসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩০০ বিশিষ্ট জন। তারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভূমিকার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ চিঠিতে স্বাক্ষর করেছেন, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি, আমহার্স্টের ইমেরিটাস অধ্যাপক জেমস কে বয়েস, ইউনিভার্সিটি অব আলাবামা, হান্টসভিলের অধ্যাপক অ্যান্থনি ডি’ কস্টা, জেনেভার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক জেনিন রজার্স, ইংল্যান্ডের ডুরহাম ইউনিভার্সিটির বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক বিভাস সাহা, ইউনিভার্সিটি অব এডিনবরার স্কুল অব সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সেসের ফেলো অনিশ কুমার।

এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর সুপ্রিয় ঠাকুরও স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন।

সর্বশেষ খবর