সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

এফবিআই এবং আইন দফতরকে দুর্নীতিবাজ আখ্যা দিলেন ট্রাম্প

এফবিআই এবং আইন দফতরকে দুর্নীতিবাজ আখ্যা দিলেন ট্রাম্প

সরকারি গোপন নথি নিজের কাছে রাখা ও ন্যায়বিচারে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আগে মার্কিন বিচার বিভাগের এমন অভিযোগ ট্রাম্পের জন্য আরেকটি বড় ধাক্কা। আগামীকাল মিয়ামির ফেডারেল আদালতে তাকে ডাকা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, ‘আমি নির্দোষ।’ কিন্তু তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার পর শনিবার দুটো নির্বাচনী সভায় মার্কিন বিচার দফতর ও এফবিআইকে কঠোর ভাষায় গালমন্দ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দায়ের করা ৩৭ দফা অভিযোগনামার মূল কথা হলো- স্পর্শকাতর বিভিন্ন সরকারি নথি নিয়ে হেলাফেলা করে তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছেন, এবং এ ঘটনার তদন্তে তিনি বাধা দিয়েছেন। এরপর তিনি মন্তব্য করেছেন, ‘দুর্নীতিগ্রস্ত’ এফবিআই ও বিচার দপ্তরের এসব অভিযোগ ‘নির্বাচনে হস্তক্ষেপের’ শামিল। এই প্রথম কোনো আমেরিকার সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার অপরাধের মামলা করছে। জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনায় শনিবার ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে তিনি ভাষণ দেন। সে সময় ট্রাম্প বলেন, “বন্দুক তাক করা এফবিআই এজেন্টরা” মার-আর-লাগোতে তল্লাশি চালায়।

 

সর্বশেষ খবর