সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানে ভারী বৃষ্টিতে নিহত ২৮ আহত ১৪৫

পাকিস্তানে একটানা ভারী বৃষ্টির জেরে ২৮ জন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন। খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টিতে ঘরবাড়ি ধসে পড়ার পর এ হতাহতের ঘটনা ঘটেছে। খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাখতুনখাওয়ার বান্নু, দেরা ইসমাইল খান, কারাক ও লাক্কি মারওয়াত এলাকায় ২৫ জনের প্রাণহানি ঘটেছে। ভারী বৃষ্টিতে অন্তত ৬৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া উপড়ে পড়া গাছ, বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ারে ভেঙে পড়াসহ বৃষ্টিসংক্রান্ত নানা ঘটনায় আরও ১৪৫ জন আহত হয়েছেন।

খাইবার পাখতুনখাওয়ার অন্তর্র্বর্তীকালীন তথ্যমন্ত্রী ফিরোজ জামাল শাহ এক বিবৃতিতে বলেন, দুর্গত এলাকার হাসপাতালগুলোয় সতর্কতা জারি করা হয়েছে। অন্তর্র্বর্তীকালীন সরকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অন্যদিকে পাঞ্জাবের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিসহ ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খুশব জেলার একটি গ্রামে একটি বাড়ির দেয়াল ধসে তিনজন মেয়ে মারা গেছে।

সর্বশেষ খবর