মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি মারা গেছেন

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি মারা গেছেন

ইতালির আলোচিত ব্যক্তিত্ব সাবেক প্রধানমন্ত্রী ও মিডিয়া মোগল সিলিভিও বার্লুসকোনি মারা গেছেন। তার বয়স হয়ছিল ৮৬ বছর। ইতালির রাজনীতি ও ব্যবসামহলে বর্ণাঢ্য এক জীবন পার করা এই ব্যবসায়ী শেষ বয়সে লিউকোমিয়ায় ভুগছিলেন। দেশটির প্রধানমন্ত্রীর দফতর জানায়, গতকাল সকালে মারা যান বার্লুসকোনি। তিনি দেশটির তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। বার্লুসকোনি ১৯৯৪-৯৫, ২০০১-২০০৬ ও ২০০৮-২০১১ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সরকারের কোনো অংশ না হলেও ইতালির রাজনীতিতে তার প্রভাব ছিল। তার দল ফোরসা ইতালিয়া এখনো বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থি জোট সরকারের অংশ। বার্লুসকোনির মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ‘তিনি ছিলেন সর্বোপরি একজন যোদ্ধা।’ এক ভিডিও বার্তায় মেলোনি বলেন, ‘তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের বিশ্বাসে অটল থাকতে কখনো ভয় পাননি। আর এই সাহস এবং সংকল্পই তাকে ইতালির ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের অন্যতম করে তুলেছিল। এদিকে তার মৃত্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বার্লুসকোনিকে ‘প্রিয় ব্যক্তিত্ব’ এবং ‘সত্যিকারের বন্ধু’ সম্বোধন করে সপ্রশংস শ্রদ্ধা জানিয়েছেন।

রাজনীতিতে যোগ দেওয়ার আগেই বার্লুসকোনি ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন।  ইতালির সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান ‘মিডিয়া ফর ইউরোপ’ প্রতিষ্ঠা করেন তিনি। এই প্রতিষ্ঠানের সিংহভাগ শেয়ার বার্লুসকোনি পরিবারের ব্যবসায়ী প্রতিষ্ঠান ফিনিনভেস্ট গ্রুপের কাছে রয়েছে। ধারণা করা হচ্ছে, তার মৃত্যুর পর তার বড় মেয়ে মারিনা বার্লুসকোনি এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেবেন।

সর্বশেষ খবর