বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে ভারতে সাতজনের মৃত্যু

অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় স্থলভাগে আঘাত হানতে এখনো দুই দিন বাকি। কিন্তু এর মধ্যেই ঝড়ের প্রভাবে ভারতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আরও প্রাণহানি ঠেকাতে উপকূলীয় এলাকাগুলো থেকে লাখ লাখ মানুষ সরিয়ে নিচ্ছে ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষগুলো। এ ঝড় আসার আগেই মুম্বাইয়ে উত্তাল সমুদ্রে ডুবে গেছে চার বালক। ওদিকে গুজরাটে গাছ উপড়ে পড়ে দেয়াল ধসে নিহত হয়েছেন আরও তিনজন। আরব সাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতিপ্রবল ঝড়ে রূপ নিয়েছে। বাংলাদেশের নামকরণ করা ঘূর্ণিঝড় বিপর্যয় আগামীকাল সন্ধ্যায় গুজরাটের মান্দবি এবং পাকিস্তানের করাচিতে ঘণ্টায় সর্বোচ্চ ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ঝড় আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের নামকরণ করা ঘূর্ণিঝড় বিপর্যয় আগামীকাল বিকালে ভারতের গুজরাট ও পাকিস্তানের করাচি উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ খবর