বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

গ্রিসে নৌকাডুবিতে মৃত ৭৮

গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে শতাধিক। তবে নৌকাটিতে ৪ শতাধিক আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি পাইলোসের দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায়। উপকূল রক্ষীবাহিনী জানিয়েছে, দক্ষিণ গ্রিসের উপকূলে অভিবাসীদের  নিয়ে একটি মাছ ধরার নৌকা ইটালির দিকে অগ্রসর হওয়ার  সময় ডুবে যায়। নৌকাটি লিবিয়ার টোব্রু  বন্দর থেকে ৪০০ জনকে ইটালি নিয়ে যাচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। রাতে প্রবল বাতাসের ফলে দক্ষিণ পশ্চিম পেলোপনিস অঞ্চলের কাছে নৌকাটি ডুবে যায়। এরপর গতকাল সকালে একটি বড়সড় উদ্ধার অভিযান চালানো হয়। এখন পর্যন্ত দুর্ঘটনাপীড়িত ১০৪ জনকে উদ্ধার করার খবর নিশ্চিত করা হয়েছে। তাদের  গ্রিসের কালামাতায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তারা অ্যাম্বুলেন্স পরিষেবা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত আশ্রয় কেন্দ্রে শুকনো কাপড় এবং চিকিৎসাসেবা পেয়েছে।

হাইপোথার্মিয়ার উপসর্গ থাকায় চারজন অভিবাসনপ্রত্যাশীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর