শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা
মণিপুরে সংঘাত অব্যাহত

কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন দিল জনতা

জাতিগত দাঙ্গাকবলিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে উচ্ছৃঙ্খল জনতা। বৃহস্পতিবার রাতে রাজ্যের রাজধানী ইম্ফলে কারফিউর মধ্যেই ভারতের মোদি সরকারের প্রতিমন্ত্রী রাজকুমার রাজন সিংয়ের বাড়িতে হামলা করে হাজারের বেশি মানুষ। তবে ঘটনার সময় মন্ত্রী বাড়ি ছিলেন না। তিনি রয়েছেন দিল্লিতে।

প্রসঙ্গত, ৩ মে থেকে মণিপুরে সংখ্যাগুরু মেইতেই এবং আদিবাসী কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘাত চলছে। দুই গোষ্ঠীর সংঘর্ষে ইতোমধ্যে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। হাজার হাজার মানুষ ঘরছাড়া। বুধবার রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের শিল্পমন্ত্রী নেমচা কিপগেনের বাংলোতেও। ঘটনার সময় মন্ত্রীর বাড়িতে নিরাপত্তারক্ষীরা মজুদ ছিল। একজন নিরাপত্তারক্ষী জানিয়েছেন, মন্ত্রীর বাড়ি লক্ষ করে একের পর এক পেট্রলবোমা ছোড়া হয়। আর তাতেই ঘটে অগ্নিকান্ড। জাতিগত দাঙ্গার কারণে ভারতের পূর্বাঞ্চলের পাহাড়ি এ রাজ্যটিতে এক মাসের বেশি সময় ধরে চরম উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। দাঙ্গায় এ পর্যন্ত সেখানে শতাধিক মানুষ নিহত হয়েছে।

সর্বশেষ খবর